নিজস্ব প্রতিবেদক

  ২৮ ফেব্রুয়ারি, ২০১৮

ঠিকাদার খুনের তিন দিনেও আটক হয়নি কেউ

চারদিকে ২৬টি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বন্ধ করে গুলি করে ঠিকাদার খুনের তিন দিনেও কেউ গ্রেফতার হয়নি। হত্যাকাণ্ডের সোয়া এক ঘণ্টা আগে সব ক্যামেরাই অচল করে দেওয়া হয়। তারপর খুব কাছ থেকে ঠিকাদার নাসির কাজীকে গুলি করে নিরাপদে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

গত রোববার সকালে রাজধানীর মহাখালীর দক্ষিণপাড়া জামে মসজিদের পাশে গুলিবিদ্ধ অবস্থায় নাসির কাজীর (৪৫) লাশ পড়ে ছিল। ঘটনাস্থলের আশপাশের বিভিন্ন গলিতে ২৬টি সিসি ক্যামেরা স্থাপন করা আছে। মসজিদের ‘গ্রাউন্ডফ্লোর’ থেকে এসব সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করা হয়। পুলিশ জানিয়েছে, এসব ক্যামেরার ক্যাবল কাটা ছিল।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ নাসিরের লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়। ওই দিন দুপুরে হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। নাসিরের শরীর থেকে দুটি গুলি বের করা হয়। কিন্তু তার বুকে ও পেটে ছিল ৯টি গুলির চিহ্ন।

ঘটনার তিন দিনেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফরমান আলী জানান, হত্যার আগে ফোনে দেওয়া হুমকি ও ঘটনাস্থলের সিসি টিভি ক্যামেরার ক্যাবল কাটা থাকায় এটিকে পুরোপুরি পরিকল্পিত হত্যা ধরে নিয়ে তদন্ত শুরু হয়েছে।

নিহত নাসিরের মেয়ে নার্গিস আক্তার নিপু বাদী হয়ে বনানী থানায় মামলা করেছেন। পূর্বশত্রæতার জের উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে এই মামলায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist