কূটনৈতিক প্রতিবেদক

  ২২ জানুয়ারি, ২০১৮

রোহিঙ্গাদের জোর করে ফেরত পাঠাব না : পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারে নিরাপদ পরিবেশ নিশ্চিত হলেই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর পক্ষে মতামত দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা। এছাড়া জোর করে কোনো রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে না বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন বিষয়ে গতকাল রোববার বিকেলে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে পরারাষ্ট্রমন্ত্রী বৈঠক করেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক শেষে এ বিষয়ে কথা বলেন ঢাকায় নিযুক্ত শীর্ষ কূটনীতিকরা। স্বদেশে ফিরে রোহিঙ্গারা যাতে নিরাপদ পরিবেশ পান, সে বিষয়েই গুরুত্ব দেন তারা। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, ‘রাখাইনে নিরাপদ পরিবেশ নিশ্চিত হলেই রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফেরত পাঠানো হোকÑএটাই চায় যুক্তরাষ্ট্র।’ পশ্চিমা দেশগুলোর সঙ্গে আলোচনা শেষে পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকদের সঙ্গে। পরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, জাতিসংঘের সঙ্গে সমঝোতার মাধ্যমে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

মাহমুদ আলী বলেন, ‘রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে আমরা ইউএন হাইকমিশন ফর রিফিউজিস অফিসকে যুক্ত করব। এটা ফাইনাল হয়ে গেলে বাংলাদেশ এবং ইউএনএইচসিআরের (জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার) মধ্যে অ্যাগ্রিমেন্ট সই হয়ে যাবে। তখন কাজটা সহজ হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist