reporterঅনলাইন ডেস্ক
  ২৬ সেপ্টেম্বর, ২০২১

শহরালরি কড়চা

আজকাল কেউ বই পড়ে না

লাভ কী তবে বই লিখে

কেউ করে না ঝালাই-টালাই

নিজের জ্ঞানের শৈলীকে।

সবাই এখন সময় কাটায়

ফেসবুকে বা টুইটারে

ঘুম আসে না, রাত যদিও

যাচ্ছে বেজে দুইটারে।

না ঘুমিয়ে করছেরে ক্ষয়

দেহ-মনের যা শক্তি

সব বয়সি লোকের এখন

ফেসবুকে খুব আসক্তি।

এই আলামত নয় তো সুখের

সামনে আলো-আঁধারী

না থামালে এই জাতি আর

পথ পাবে না কাঁদারই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close