ফেনী প্রতিনিধি
১৭ অক্টোবর, ২০২৪
ফেনীতে টাস্কফোর্সের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
ফেনী বড় বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিশেষ টাস্কফোর্সের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, ফেনী বড় বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের পাইকারি আড়ত ও খুচরা বাজার মুল্য তদারকিতে বের হয় টাস্কফোর্স। এ সময় দেখা গেছে আলু, পেয়াজ, ব্রয়লার মুরগি ও ডিম ডজন প্রতি ২ টাকা কমলেও শাক-সবজির দাম ঊর্ধ্বগতি। এ অভিযানে সব ব্যবসায়ীকে পাকা ভাউচার সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়। এ সময় পাকা ভাউচার না রাখা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন