চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
অধিপত্য বিস্তারে দ্বন্দ্ব
চরফ্যাশনে যুবদল ও বিএনপি নেতাকর্মীর সংঘর্ষ, আহত ৫০
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র বিএনপি ও যুবদল নেতার অনুসারী দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) নাজিম উদ্দিন আলম ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের অনুসারীরা পাল্টাপাল্টি মিছিল থেকে এই সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের প্রায় ৫০ নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় ৫টি মোটরসাইকেল ভাঙচুর করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
গত মঙ্গলবার রাত ৯টার দিকে দক্ষিণ আইচা থানার সদর আইচা বাজারে এই সংঘর্ষ হয়। খবর পেয়ে দক্ষিণ আইচা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে স্থানীয় বাসিন্দারা আহতেদের উদ্ধার করে দক্ষিণ আইচা গণস্বাস্থ্য হাসপাতাল ও চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গতকাল বুধবার বিকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আইচা থানা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, যুবদলের কেন্দ্রীয় নেতা নরুল ইসলাম নয়নের অনুসারী দক্ষিণ আইচা থানার বিএনপি নেতা সিরাজুল ইসলাম সবুজ খান আইচা বাজার এলাকায় একটি প্রতিবাদ সভা ও মিছিল বের করেন। এ সময় সাবেক এমপি নাজিম উদ্দিন আলমের অনুসারী কিছু নেতাকর্মী পাল্টা মিছিল বের করলে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে তারা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের জড়িয়ে পড়ে।
যুবদলের কেন্দ্রীয় সদস্য ও থানার বিএনপি নেতা সিরাজুল ইসলাম সবুজ খান জানান, গত সপ্তাহের বুধবারে নাজিম উদ্দিন আলমের অনুসারী নেতাকর্মীরা দক্ষিণ আইচা বাজারের ঢালচর ইউনিয়ন যুবদলে যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর মাতাব্বর, চরমানিকার ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতিকে মারধর করে। কিন্তু নুরুল ইসলাম নয়নের অনুসারী হলেও বিএনপির সভাপতি রেজাউল করিম খন্দকারসহ কোনো নেতারাই তাদের পাশে দাঁড়ায়নি। তাই তিনি পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ আইচা বাজারের অবস্থিত নয়ন অনুসারীদের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করেন। এ সময় আলমের অনুসারী নেতাকর্মীরা একটা পাল্টা মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা চালায়। পরে দুপক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তাদের প্রায় ৩২ জন নেতাকর্মী আহত হয়েছেন।
অপরদিকে সাবেক এমপি নাজিম আলমের অনুসারী দক্ষিণ আইচা থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক মাস্টার বলেন, ‘গত মঙ্গলবার যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা এবং করিমপাড়া বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধনের পূর্ব ঘোষণা ছিল। রাতে আমাদের যুবদলের নেতাকর্মীরা বাজারে মিছিল করে দলীয় কার্যালয় উদ্বোধনে যাচ্ছিল। এ সময় পুলিশের উপস্থিতে নুরুল ইসলাম নয়নের অনুসারীরা ছাত্রলীগ-যুবলীগের লোকজন নিয়ে লাঠি মিছিল করে আমাদের ওপর হামলা করেছে। এতে প্রায় ১৮ নেতাকর্মী আহত হয়েছেন।’ তিনি দাবি করেন, যুবদলের কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম নয়নকে তারা কখনো চরফ্যাশনে রাজনীতিতে দেখেননি।
যোগাযোগ করা হলে দক্ষিণ আইচা থানা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম খন্দকার সংঘর্ষের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভুইয়া বলেন, ‘থানার অনুমতি ছাড়াই দুপক্ষ মিছিল বের করায় এমন উদ্ভট পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পুলিশ পরিস্থিত শান্ত করেছেন। তবে পুলিশের উপস্থিতির বিষয়ে বিএনপি নেতার অভিযোগটি সঠিক নয়।’
"