কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
কালাইয়ে এক রাতেই তিন মিটার চুরি, সড়ক অবরোধ
গভীর নলকূপ টান্সফর্মার
জয়পুরহাটের কালাইয়ে বিদ্যুতের ট্রান্সফরমার ও মিটার চুরির প্রতিবাদে জয়পুরহাট-বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকশ কৃষক ও গভীর নলকূপের মালিকরা। সর্বশেষ মঙ্গলবার রাতে উপজেলার পৌরসভাসহ পুনট ইউনিয়নে মোট তিনটি ট্রান্সফরমার মিটার চুরি যায়।
এর প্রতিবাদে গতকাল বুধবার সকাল ৯টার দিকে পুনট বাসষ্ট্যান্ডের পূর্বপাশে জড়ো হতে থাকেন ১০-১৫টি গ্রামের কয়েকশ কৃষক ও গভীর নলকূপের মালিকরা। সেখানে তারা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে রাস্তার দুপাশে যাত্রীবাহী বাসসহ শত শত যানবাহন আটকা পড়ে। বগুড়ার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় কৃষক নাজমুল হক, মোকলেছার, আফজাল, গোলাম, মোস্তফা, তোফাজ্জাল, সোলায়মানসহ অনেকে জানান, হাজার হাজার টাকা খরচ করে আলু রোপন করেছেন। এই সময়ে খেতে পানির জরুরি প্রয়োজন। এ সময় বিদ্যুতের মিটার ও ট্রান্সফর্মার চুরি গেলে সর্বনাশ হয়ে যাবে। তাই তারা গভীর নলকূপের মালিকদের সঙ্গে এসে সড়ক অবরোধ ও বিক্ষোভ করছেন।
একাধিক গভীর নলকূপের মালিক জানান, শীত এলেই ট্রান্সফরমার ও মিটার চুরি বেড়ে যায়। একটি মিটার চুরি করলে আর্থিক থেকে শুরু করে অনেক কিছুর ক্ষতির হতে হয়। প্রায়ই মিটার চুরি হলেও প্রশাসনের কোনো নজরে আসে না, তাই তারা আজ (বুধবার) সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
অবরোধে আটকে পড়া ঢাকাগামী হানিফ পরিহবনের যাত্রী খায়রুল বাশ বলেন, ‘প্রায় এক ঘন্টা ধরে এখানে আটকে আছি। ঢাকায় বিকেল ৪টার মধ্যে না পৌঁছলে আমার অনেক ক্ষতি হবে।’
জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কালাই জোনাল অফিসের ডিজিএম হামিদুল হক বলেন, ‘প্রতিনিয়ত বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির ঘটনা ঘটছে। আমরা চুরি রোধে গ্রাহকদের প্রতিনিয়ত সচেতন করছি। এলাকায় মাইকিংও করছি। প্রতিটি ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।’
অভিযোগ বিষয়ে জানতে চাইলে কালাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, ‘টহল পুলিশদের প্রতি পয়েন্টে পাহারা জোরদার করা হয়েছে। ট্রান্সফরমার-মিটার চোরদের দ্রুত ধরে আইনের আওতায় এনে বিচার করা হবে। চুরি বন্ধে আলোচনার জন্য গভীর নলকূপের মালিকদের আগামীকাল (আজ) বৃহস্পতিবার থানায় ডাকা হয়েছে।’
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান জানান, ‘বারবার মিটার-ট্রান্সফর্মার চুরির বিষয়টি বেশ দুঃখজনক। এ বিষয়ে ইতিমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা হয়েছে। চোরদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় এনে আদালতে বিচার করা হবে।’
"