রংপুর ব্যুরো

  ১২ ডিসেম্বর, ২০২৪

দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্ব-নিরাপত্তা রক্ষায় বৃহত্তর ঐক্যের ডাক

ছবি : প্রতিদিনের সংবাদ।

অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সার্জেন্ট মোহাম্মদ গোলামী সাতজামির বলেছেন, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার ধারাবাহিক অপপ্রচার বন্ধের দাবিতে এবং দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্ব- নিরাপত্তা রক্ষায় দেশপ্রেমিক ছাত্র-সেনা-জনতার বৃহত্তর ঐক্যের ডাক দিয়েছে। হাজারো ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে গত ৫ আগস্ট দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচার মুক্ত হয়েছি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে রংপুর টাউন হল মাঠে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর আয়োজনে নগরীর প্রধান প্রধান সড়ক প্রতিক্ষণ শেষে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, এই ছাত্র আন্দোলনে জীবন দিয়েছে দুই হাজার ছাত্র জনতা। আহত হয়েছেন অগণিত। দীর্ঘদিন বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ সরাসরি শাসকের আমলে কোরাল থামায় ক্ষতবিক্ষত হয়েছিল। অন্তবর্তীকালীন সরকারের পরিচালনায় এসব কাজ চলমান রয়েছে। তারা আমাদের দেশকে বিশ্বের দরবারে হেয় প্রতিপন্ন করতে বয়ান তৈরী করছে যা অত্যন্ত উদ্বেগজনক। জুলাই-আগস্ট বিপ্লবের পর সদ্য স্বৈরাচার মুক্ত বাংলাদেশের রাষ্ট্র মেরামত কাজকে দীর্ঘায়িত ও ক্রমান্বয়ে অসম্ভব করে তোলাই এই আগ্রাসনের মূল লক্ষ্য বলে ধারনা করা হচ্ছে। এই প্রেক্ষাপটে আমরা বিশ্বাস করি যে, একমাত্র বৃহত্তর ঐক্যই এ পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখাতে পারে।

আমরা বিশ্বাস করি, দলমত নির্বিশেষে একযোগে কাজ করার মাধ্যমেই আমরা জাতির যে কোন সংকটময় মুহূর্ত থেকে উত্তরণ ঘটাতে পারি। আপনাদের কাছে আমাদের আহ্বান-এই ঐক্যের ডাককে জনগণের কাছে পৌঁছে দিন এবং ভবিষ্যতের জন্য একটি সুদৃঢ় জাতি গঠনে সহায়তা করুন।

এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী, রংপুর অঞ্চলের সকল নেতাকর্মী ও সদস্য বৃন্দ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বৃহত্তর ঐক্যের ডাক,রংপুর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close