মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাই
কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিএনপির লিফলেট বিতরণ
কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিএনপির ৩১ দফা সাধারণ জনগণকে অবহিতকরণের লক্ষ্যে মিরসরাইয়ে লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিরসরাই পৌরসদর এলাকায় এ লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন, সদস্য আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরী, মিরসরাই পৌরসভা বিএনপির আহবায়ক মো. মহিউদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক নিজাম উদ্দিন কমিশনার, মিরসরাই পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুল হাসান লিটন, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জসিম উদ্দিন, মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. কামরুল হাসান, মিরসরাই উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেল, সদস্য সচিব মুহাম্মদ ফরহাদ হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন জনি, সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবু, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপি নেতারা বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য তারেক রহমানের ৩১ দফা সবার কাছে পৌঁছে দিতে আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছি। এতদিন আপনাদের ভোটের অধিকার হরণ করে রেখেছিল শেখ হাসিনা সরকার। সেই ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমরা ১৬ বছর ধরে সংগ্রাম করে আসছি। ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বার্তা তা পৌঁছে দিতে আমরা আপনাদের কাছে এসেছি।