দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

  ১২ ডিসেম্বর, ২০২৪

দীঘিনালায় ৬ দিনব্যাপী বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

ছবি : প্রতিদিনের সংবাদ

খেলবো লড়বো জিতবো, শান্তি সম্প্রীতির বাংলাদেশ গড়বো প্রতিপাদ্যে খাগড়াছড়ির দীঘিনালায় উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় মহান বিজয় দিবস উৎযাপন উপলক্ষে দীঘিনালা উপজেলা পরিষদের কমপে¬ক্সে খেলা মাঠে এই টুর্নামেন্ট এর উদ্বোধন করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া কমিটির আহ্বায়ক মোঃ মামুনুর রশীদ।

এ সময় উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মনির আহম্মদ সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্যদেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফ উদ্দীন বিপ্লব, দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুর উদ্দীন।

এ সময় দীঘিনালা প্রেস ক্লাবের সভাপতি ও ক্রীড়া সাংবাদিক সোহেল রানা, বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ আলমগীর হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র মো. মারুফ খান সহ স্থানীয় ক্রীড়ামোদি সুশীল সমাজ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

মহান বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ প্রথম ম্যাচে মাস্টারপাড়া একাদশ ও দীঘিনালা ডায়াগনস্টিক সেন্টার অংশগ্রহণ করে। ০৬ দিনব্যাপি ব্যাডমিন্টন টর্নামেন্টে ১৬ টি দল ভিন্ন ভিন্ন সময়ে অংশগ্রহণ করবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দীঘিনালা,বিজয় দিবস,ব্যাডমিন্টন প্রতিযোগিতা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close