গাইবান্ধা ও গোবিন্দগঞ্জ প্রতিনিধি
গাইবান্ধা-গোবিন্দগঞ্জ
আন্তঃধর্মীয় বন্ধন অটুট রাখতে সম্প্রীতির শোভাযাত্রা-সমাবেশ
আন্তঃধর্মীয় বন্ধন অটুট রাখতে সম্প্রীতির অভিযাত্রা বিষয়ে গাইবান্ধায় শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। গতকাল বুধবার বিকেলে স্থানীয় পাবলিক লাইব্রেরি ক্লাব অ্যান্ড মিলনায়তনে আলোচনা সভা হয়। এর আগে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পিস ফ্যাসিলিটর গ্রুপ (পিএফজি) এর আয়োজন করে।
এদিকে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সব ধর্মালম্বীদের নিয়ে থানা-পুলিশের একটি সম্প্রীতি শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে থানা চৌমাথা মোড়ে সম্প্রীতি সমাবেশে মিলিত হয়। এর প্রতিপাদ্য ছিল, ‘সম্প্রীতির ঐক্যতানে গাহি সাম্যের গান।’
গাইবান্ধায় পিএফজির সংগঠক প্রবীর চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, রাজনৈতিক দল, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এতে বক্তারা বলেন, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে নাগরিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ কার্যক্রম গ্রহণ করতে হবে। ধর্মীয় ভেদাভেদ ভুলে অসাম্প্রদায়িক দেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
পিএফজির বিপুল কুমার দাসের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন হাঙ্গার প্রজেক্ট, রংপুরের সমন্বয়কারী ফরিদা ইয়াসমিন, জামায়াতে ইসলামীর জেলা শাখার সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, নাগরিক মঞ্চের আহ্বায়ক সিরাজুল ইসলাম বাবু, হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের রণজিৎ বকসী সূর্য্য, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন, জেলা জাসদের সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, সাংবাদিক রিকতু প্রসাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. মাসুদ রানা, শহিদুল ইসলাম প্রমুখ।
এদিকে গোবিন্দগঞ্জ সমাবেশে বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, জামায়াতে ইসলামীর আমীর আবুল হোসাইন সরকার, সেক্রেটারী আবুল কালাম আজাদ। বক্তব্য দেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-ঐক্য ফ্রন্টের সভাপতি দেবাশীষ কুমার চাকী কাজল, সাধারণ সম্পাদক গোবিন্দ কুমার, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রিমন কুমার তালুকদার প্রমুখ।
"