সংক্ষিপ্ত সংবাদ
তথ্য মেলা
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে ২দিন ব্যাপি তথ্য মেলা উদ্বোধন হয়েছে। গত বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসন এর সহযোগিতায় এবং সচেতন নাগরিক কমিটি (সনাক),টিআইবি‘র আয়োজনে ডিসি স্কয়ার মাঠে বেলুন ফেস্টুন এবং ফিতা কেটে ২দিন ব্যাপি তথ্য মেলা উদ্বোধন করে প্রধান অতিথি জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মাদ আরেফীন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার এর সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মাদ আরেফীন। বিশেষ অতিথির বক্তব দেন পুলিশ সুপার আনোয়ার জাহিদ, সিভিল সার্জন ডা. এস এম কবির হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক বৃষিবিদ মো. নজরুল ইসলাম প্রমুখ।
মতবিনিময়
ঘোড়াঘাট প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা পর্যায়ে নীতিনির্ধারক ও সাংবাদিকদের সাথে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ- দিনাজপুর অঞ্চলের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে সংস্থার বাস্তবায়িত প্রবীণ, প্রতিবন্ধী এবং মাদকসেবী ব্যক্তিদের সমন্বিত উন্নয়ন প্রকল্প-এসডিডিএফ এর আয়োজনে উন্নয়ন কমিটির সভাপতি স্বজল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে ও উপজেলার এনিমেটর আসুন্তা হেম্ব্রম এর সঞ্চালনায় মতবিনিময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান।
সৌজন্য সাক্ষাৎ
শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনি খাতুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ। গতকাল বুধবার সকাল ১১টায় ইউএনওর কার্যালয়ে এই মতবিনিময় সভা হয়। এতে ক্লাবের সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ইউএনও মোছা. রনি খাতুন শ্যামনগর উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাত হোসেন। রিপোর্টার্স ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি সকাল, এসকে সিরাজ, সহ-সভাপতি মো. রবিউল ইসলাম, সহ-সভাপতি আব্দুল¬াহ আল মামুন, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত প্রমুখ।
টুর্নামেন্ট উদ্বোধন
কমলনগর প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগরে এনটিভির সাবেক বার্তা সম্পাদক সাংবাদিক আব্দুস শহিদ স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাবের আয়োজনে হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) রকিবুল হাসান, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও সাব-রেজিস্ট্রার মোরশেদ আলম।
পুরস্কার বিতরণ
আদমদীঘি প্রতিনিধি
বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার আয়োজনে জন্ম নিবন্ধনকৃত ৪৫ দিনের শিশুদেরকে বিশেষ পুরষ্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টায় সান্তাহার পৌরসভা চত্বরে এই পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সান্তাহার পৌরসভার প্রশাসক রুমানা আফরোজের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকারের বগুড়া জেলার উপ-পরিচালক মাসুম আলী বেগ। বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার, সাবেক সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। উপস্থিত ছিলেন নসরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ।
"