ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
১২ ডিসেম্বর, ২০২৪
ভৈরবে মদিনা ফুড প্রোডাক্ট ফ্যাক্টরিতে আগুন, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি
কিশোরগঞ্জে ভৈরবে মদিনা ফুট প্রোডাক্ট ফ্যাক্টরিতে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষ ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ১২ টা ৪০ মিনিটে ভৈরব বাজার কাঠপট্টি এলাকায় হাজী মধু মিয়ার চানাচুর ফ্যাক্টরিতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ভৈরব ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ভৈরব বাজার ফায়ার সার্ভিসের (ভারপ্রাপ্ত) স্টেশন অফিসার মুছা ভূইয়া বলেন, রাত সাড়ে ১২টায় টায় অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পরে সেখানে গিয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিক ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
পিডিএস/এমএইউ
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন