ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে সেই ইউএনও আল মামুনের পক্ষে মানববন্ধন কর্মসূচি
ফরিদপুরে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুনের পক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সদরপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন এবং জামায়াতে ইসলামী সদরপুর উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সদরপুর উপজেলা বিএনপির আহবায়ক বদরুত জামান বদুর সভাপতিত্বে সদরপুরের ইউএনও আল মামুন এর বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগ প্রত্যাহার এবং তাকে নিজ-কর্মস্থলে পুনর্বহালের দাবিতে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়৷
অন্যান্যের মধ্যে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলা যুবদলের আহবায়ক মুনশী ইশারত যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক খান,যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বাহালুল মাতুব্বর, যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার মিয়া, সদরপুর উপজেলা নায়েবে আমির আবু বকর সিদ্দিকসহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন এর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ও বানোয়াট। অবিলম্বে তারা আল মামুনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে তাকে নিজ-কর্মস্থলে পুনরায় বহাল রাখা হোক।
উল্লেখ্য, ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুনকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। ইউএনও'র বিরুদ্ধে 'আওয়ামী লীগ ফিরে আসবে’ এমন মন্তব্য করার অভিযোগ উঠে। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আনিসুর রহমান সজল ইউএনও'র বিরুদ্ধে অভিযোগ করেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ইউএনও আল মামুনকে বুধবারের মধ্যে প্রত্যাহারের জন্য জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। এছাড়াও বৃহস্পতিবারের মধ্যে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও জানাযায়।
পিডিএস/এমএইউ