চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের চৌহালী
রাস্তা দখল করে দোকান
সিরাজগঞ্জের চৌহালীতে বাঘুটিয়া ইউনিয়নের বিনানই বাজার সংলগ্ন সরকারি মাটি ভরাট করা (এলজিইডি আইডি ভুক্ত) রাস্তার জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে ব্যবসায়ী আব্দুল মতিনের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিনানই বাজার সংলগ্ন সরকারি মাটি ভরাটকৃত রাস্তার (এলজিইডি আইডিভুক্ত) জায়গা দখল করে একাধিক দোকান ঘর নির্মাণ করেছে ব্যবসায়ী আব্দুল মতিন। নির্মিত ঘরগুলো অপসারণের দাবিতে গত রবিবার এলাকাবাসী একত্রিত হয়ে প্রতিবাদ করলেও আমলে নেননি শূন্য থেকে শতকোটি টাকা সম্পদের মালিক বনে যাওয়া সেই ব্যবসায়ী। দোকান ঘর নির্মাণের ফলে জনসাধারণসহ যানবাহন চলাচল হচ্ছে বিঘ্নিত।
সাজেদা খাতুন নামে এক নারী বলেন, গ্রামের মানুষদের চলাচলের একমাত্র রাস্তা এটি। কিন্তু রাস্তার প্রায় দেড়শো মিটার দৈর্ঘ্য ও ৪-৫ ফুট প্রস্থ জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করায় যানবাহন চলাচলে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারীদের।
আনোয়ার হোসেন বলেন, রাস্তা থেকে দোকানঘর না সরানোয় এলাকার মানুষদের চলাচলে অসুবিধা হচ্ছে। এ রাস্তার পাশ দিয়ে গ্রামের প্রায় হাজারখানেক মানুষের বসবাস। এছাড়া বিকল্প কোনো রাস্তা না থাকায় স্থানীয় কয়েকটি গ্রামের মানুষও চলাচল করে থাকেন এ রাস্তা দিয়ে। আমাদের রাস্তা প্রয়োজন, আমরা রাস্তা চাই।
সরকারি মাটি ভরাট করা এলজিইডির পাকাকরণ প্রকল্পের কাজ চলমান রাস্তার জায়গায় দোকানঘর নির্মাণের বিষয়ে অভিযুক্ত আব্দুল মতিন বলেন, ‘রাস্তার প্রায় সম্পূর্ণ জমিই আমার, তাই দোকান ঘর নির্মাণ করা হচ্ছে। তিনি আরো বলেন, এই রাস্তা পাকা হলেও আমার কিছু না, না হলেও কিছু না। কারণ আমি খুলনায় বসবাস করি।’
চৌহালী থানার ওসি জিয়াউর রহমান বলেন, সরকারি রাস্তা দখল করে দোকান ঘর নির্মাণের কোনো সুযোগ নেই। এ ঘটনায় সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দোকানঘর রাস্তায় নির্মিত হয়েছে কি না তা নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
"