গাজীপুর প্রতিনিধি

  ২৯ মার্চ, ২০২৪

গাজীপুরে ইজিবাইক ছিনতাই চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৫

গাজীপুর মহানগরের নিলেরপাড়া এলাকা থেকে ইজিবাইক ছিনতাই চক্রের মূলহোতাসহ ৫ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। গত বুধবার বিকেলে র‌্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া কর্মকর্তা) মো. মাহফুজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাসিম, ফয়সাল আহমেদ নিলয় ও মো. নাজমুল হাসান, মফিজল ইসলাম ওরফে সুজন এবং মো. চুন্নু মিয়া।

র‌্যাব কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, নুরে আলম সিদ্দিকী নাসিম যাত্রী বেশে গত ২৩ মার্চ সন্ধ্যায় গাজীপুর সদর মেট্রোথানার নিলেরপাড়া থেকে আবু সাইদের ইজিবাইকে উঠে এবং তার বাড়িতে নিয়ে যায়। এ সময় নাসিম চালকে তার বাজারের ব্যাগ ঘরের ভিতরে দিয়ে যেতে বলে। সাইদ বাজারের ব্যাগ ঘরে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওৎ পেতে নিলয় এবং নাজমুল হাসান এলোপাতারি মারধর করে তাকে। এ সময় তারা চালকের থেকে একটি মোবাইল ফোন, নগদ ৬০০ টাকা ছিনিয়ে নেয় এবং অলিখিত একটি স্ট্যাম্পে স্বাক্ষর নেন। পরে ২৪ মার্চ মহানগরের বোর্ড বাজার এলাকায় নামিয়ে দেয়। পরে ভুক্তোভোগী র‌্যাব-১ সদর মেট্রো থানায় একটি অভিযোগ দায়ের করেন। একটি দল অভিযান পরিচালনা করে গত ২৬ মার্চ রাতে মহানগরের ফাওকাল এলাকা থেকে নিলয়কে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যমতে বাকিদের গ্রেপ্তার করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close