রাজবাড়ী প্রতিনিধি

  ২৯ মার্চ, ২০২৪

শাশুড়িকে হত্যা মামলায় পুত্রবধূসহ ২ জনের যাবজ্জীবন

রাজবাড়ীতে হাজেরা বেগম নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার দায়ে পুত্রবধূ স্বপ্না বেগম ও সোহেল মিয়া নামে দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রাজবাড়ী সিনিয়র দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত স্বপ্না বেগম রাজবাড়ী সদর উপজেলার বারবাকপুর (পশ্চিমপাড়া) গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী ও সোহেল মিয়া সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কোমরপাড়া গ্রামের বাসিন্দা।

এছাড়া রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর গ্রামের কবির শেখের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে অব্যাহতি দিয়েছেন আদালত।

মামলার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৬ আগস্ট রাত দেড়টার দিকে গলা কেটে হত্যা করে র্দুবৃত্তরা। এ বিষয়ে নিহত হাজেরা বেগমের স্বামী তমিজ উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে থানা-পুলিশ তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশীর্ট দাখিল করেন।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) উজির আলী শেখ বলেন, রায়ে বাদীপক্ষ সন্তোষ্ট প্রকাশ করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close