ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ২৭ জানুয়ারি, ২০২৪

ভূরুঙ্গামারীতে আগুনে পুড়ল ৯ গরু ও ৭ ঘর

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আগুনে দুই ব্যক্তির বাড়ির ৭টি ঘর ও ৯টি গরু পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার পাইকের ছড়া ইউনিয়নে আগুনের এ ঘটনা ঘটে। দগ্ধ দুই গরু জবাই করে এলাকাবাসী। আগুনে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

নাগেশ্বরী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইমন মিয়া জানান, ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

জানা যায়, উপজেলা ৫ নম্বর ওয়ার্ডের দুধকুমার নদীর তীরে নছর দেওয়ানির বাড়িতে লাগা আগুন মুহূর্তেই বাড়ির চারদিকে ছড়িয়ে পড়ে। পরে প্রতিবেশী আতর আলী ও তার বোন মর্জিনা বেগমের বাড়িতে আগুন লাগে। দুই বাড়ির সাতটি ঘর, ৯টি গরু, প্রায় ৭০ মণ ধান, চাল, অন্যান্য আসবাবপত্র পুড়ে যায়। এ সময় ২ জনের ঘরে থাকা নগদ ১ লাখ ২০ হাজার টাকা পুড়ে যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close