ইমাম হোসেন হিমেল, কলাপাড়া (পটুয়াখালী)

  ০৯ মে, ২০২৪

উপবৃত্তির নামে শিক্ষার্থী প্রতি ৬০০ টাকা আদায়

পটুয়াখালীর কলাপাড়ার আক্কেলপুর নুরিয়া দাখিল মাদরাসার সুপারিনটেন্ডেট আবদুল মান্নানের বিরুদ্ধে উপবৃত্তির প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে। টাকা দিয়েও উপবৃত্তির তালিকায় নাম না উঠায় অর্থ আত্মসাতের অভিযোগ করেছে শিক্ষার্থীরা। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের অবস্থিত ওই মাদরাসায় সরেজমিনে অভিযোগের তথ্যের সত্যতা পাওয়া গেছে।

শিক্ষার্থীরা জানায়, প্রত্যেকে ৬০০ টাকা করে দিলে উপবৃত্তি পাইয়ে দেবেন বলে টাকা নেন শিক্ষক আবদুল মান্নান। এর আগে অনেক শিক্ষার্থীর কাছ থেকে টাকা নিলেও তাদের নাম তালিকায় নাম আসেনি, পরে টাকা ফেরত দেয়নি তিনি।

মাদ্রাসার ষষ্ঠ শ্রেণি শিক্ষার্থী মোসাম্মৎ নুসরাত, মো. সোলায়মান, গোলাম রাব্বি, মো. জুবায়ের বলেন, উপবৃত্তি পাওয়ার জন্য তারা শিক্ষক আবদুল মান্নানের কাছে ৬০০ টাকা দিয়েছে।

অষ্টম শ্রেণি শিক্ষার্থীর বনি আমিন বলেন, ‘উপবৃত্তির তালিকায় নাম দেওয়ার জন্য আমার বাবা মাদরাসায় এসে স্যারের (আবদুল মান্নান) কাছে ৬০০ টাকা দিয়ে গেছেন।’

দশম শ্রেণির শিক্ষার্থী মোসা. নাদিয়া জানায়, উপবৃত্তির জন্য এর আগে ৬০০ টাকা দিয়েছে সে। তবে এ বছর সে উপবৃত্তির টাকা পায়নি। একই অভিযোগ করে মাদ্রাসার একাধিক শিক্ষার্থী।

সহকারি মৌলভী শিক্ষক আব্দুল মজিদ উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীর কাছ থেকে অফিস খরচের কথা বলে ৬০০ টাকা করে নিয়েছেন। অনেকের কাছ থেকে এর কমও নিয়েছেন।

শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন সহকারী সুপারিনটেন্ডেট আবুল কালাম। তিনি বলেন, ‘উপবৃত্তি পাইয়ে দেওয়ার জন্য অফিস খরচ বাবদ শিক্ষার্থীর কাছ থেকে টাকা তোলা হয়েছে। তবে কত কী টাকা উত্তোলন করছে, তা আমার জানা নেই। কারণ আমরা শিক্ষার্থীর পাঠদানে ব্যস্ত থাকি।’

অভিযোগ সম্পর্কে জানাতে চাইলে আক্কেলপুর দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেট আবদুল মান্নান বলেন, ‘আমি ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ভর্তি পর এ পর্যন্ত ৬০০ টাকা করে নিয়েছি। উপবৃত্তির জন্য আমি টাকা নিয়েছি- শিক্ষকরা বলেছেন, তারাই টাকা উত্তোলনের সঙ্গে জড়িত আমি না।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, ‘উপবৃত্তি পেতে টাকা দিতে হবে কেন! তবে শিক্ষার্থীদের অভিযোগটি সুষ্ঠুভাবে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close