reporterঅনলাইন ডেস্ক
  ০৯ মে, ২০২৪

সংক্ষিপ্ত সংবাদ

বিদ্যুৎস্পর্শে মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে বিদ্যুৎস্পর্শে নৈশ প্রহরী দুলাল বড়ুয়ার (৭০) মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামের রাউজান উপজেলার কেরানীহাট কধুরখীল নন্দনকাননে নিজ গ্রামে তার অন্ত্যষ্টক্রিয়া সম্পন্ন হয়। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নৈশ প্রহরী দুলাল বড়ুয়া (৭০) নির্মাণ কাজ চলমান কর্ণফুলী টাওয়ারের পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাশ্ববর্তী আইডিয়াল হসপিটাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিযে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্যানার অপসারণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে ব্যানার ফেস্টুন অপসারণ করেছে প্রশাসন। গতকাল বুধবার উপজেলার আড়াইহাজার বাজার, কৃষ্ণপুরা, ব্রাহ্মন্দী, ইদবারদি, প্রভাকরদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। নির্বাচনের আচরণবিধি প্রতিপালনে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সকল ব্যানার ফেস্টুন অপসারণ করা হয়। সহকারি কমিশনার (ভূমি) শামসুজ্জাহান কনক জানান, নির্বাচনকে ঘিরে আচরণবিধি প্রতিপালনে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

দিবস উদযাপন

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে বর্নাঢ্য আয়োজনে আন্তর্জাতিক রেড ক্রস ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট দিবস উদযাপন করা হয়েছে। গতকাল বুধবার সকালে সংস্থাটির উদ্যোগে প্রথমে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিট কার্যালয়ে এসে শেষ হয়। ইউনিটের সাধারণ সম্পাদক অধ্যক্ষ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় কার্যনির্বাহী কমিটির সদস্য আবু নাঈম, সহকারী পরিচালক ফারুক হোসেনসহ অন্যরা বক্তব্য দেন।

ছাড়মূল্যে হারভেস্টার

ফুলবাড়ী প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মাধ্যমে ছাড়মূল্যে দুই কৃষকে ধান কাটার দুটি হারভেস্টার মেশিন দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় উপজেলা চত্ত্বরে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০ শতাংশ ভর্তূকি কার্যক্রমের আওতায় দুই কৃষকে কম্বাইন হারভেস্টার মেশিন দেওয়া হয়। ফুলবাড়ী ইউএনও মোহাম্মদ আল কামাহ তমাল এর নির্দেশে উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. রুম্মান আক্তার উপজেলার বেতদিঘী ইউপির এনামুল হক ও কাহিজাল ইউপির আনসারুল ইসলামকে কম্বাইন হারভেস্টার মেশিনের চাবি তুলে দেন।

বিনামূল্যে চিকিৎসা

কয়রা প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায় মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় কপোতাক্ষ কলেজের হলরুমে উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী অনাদী সানা এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন কপোতাক্ষ কলেজের প্রভাষক মোস্তফা ওলিউল্যাহ। উদ্বোধনে উপস্থিত ছিলেন অনাদী সানা, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সদর উদ্দিন আহমেদ, প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালা

বেতাগী প্রতিনিধি

বরগুনার বেতাগী উপজেলার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। গত মঙ্গলবার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি ( অব.) মো. নিজামুল হক নাসিম। উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেস কাউন্সলের সচিব ও তথ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শ্যামল কৃষ্ণ কর্মকারসহ অন্যরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close