আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

  ০১ জানুয়ারি, ২০২৪

বগুড়া-৩ আসন

জাপা প্রার্থীর পক্ষে আ.লীগের একাংশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে জাতীয় পার্টির (জাপা) লাঙ্গল প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম তালুকদারের পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের একাংশ।

গত শনিবার সন্ধ্যায় আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের পূর্বাশা কমিউনিটি সেন্টারে এক নির্বাচনী সভায় এ সিদ্ধান্ত নেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের বেশ কিছু নেতাকর্মী।

তবে সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খাঁন রাজু ও সাধারণ সম্পাদক শেখ কুদরত-ই-এলাহী কাজলকে দেখা যায়নি। এই আসনে নৌকার প্রার্থী সিরাজুল ইসলাম খাঁন রাজুকে প্রত্যাহার করে নিয়েছে আওয়ামী লীগ। কিন্তু তার ছেলে খাঁন মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতিক নিয়ে মাঠে লড়ছেন।

জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টুর সভাপতিত্বে নির্বাচনী সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি। লাঙ্গল প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম ছাড়াও এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, যুবলীগ সভাপতি শাহিনুর রহমান মন্টি, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফিরোজ হোসেন চন্দন, ছাত্রলীগ নেতা মারুফ হাসান রবিন, আবদুল্লাহ আল মামুন রিটন, শাহিন হোসেন শুভসহ পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।

জাতীয় পার্টির প্রার্থী নুরুল ইসলাম তালুকদার বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ দলের সবাইকে ডাকার পরও যারা আসেননি, তারা ব্যক্তি লীগ করেন। আরো পরিস্কারভাবে বোঝা যাচ্ছে, কারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মানেন না। দুই উপজেলায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আরেকবার সবাই আমাকে সহযোগিতা করবেন বলে আশা রাখছি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close