কুবি প্রতিনিধি

  ০৩ মে, ২০২৪

শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে লোকপ্রশাসন বিভাগের মানববন্ধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস লতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন লোক প্রশাসন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

গতকাল বুধবার দুপুর ১টার দিকে কলা অনুষদের সামনে এ মানববন্ধন হয়।

লোকপ্রশাসন বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থী মোজাহিদুল ইসলাম বলেন, ‘গত ২৮ তারিখ যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এতে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। শিক্ষকরা যেখানে হামলার সম্মুখীন হয়েছেন, যা খুবই লজ্জাজনক। সব ধরনের বিশৃঙ্খলার অবসান ঘটিয়ে ক্যাম্পাসকে শিক্ষার্থী বান্ধব হিসেবে পুনরায় প্রতিষ্ঠা করার জন্য দাবি জানাই।’

ওই বিভাগের ১৪তম আবর্তনের শিক্ষার্থী সোহানুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করে ভিসি স্যার নিজেই বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেন। এমনকি আবাসিক হলগুলোও বন্ধ করে দেন। একজন শিক্ষার্থী হিসেবে টিউশনের জন্য, বিভিন্ন কাজে ক্যাম্পাসে থাকতে হয়। তাই আপনার এমন সিদ্ধান্ত অনুচিত। তাছাড়া ওই দিনে (২৮ তারিখ) শিক্ষকদের উপর যে অনাকাঙ্ক্ষিত হামলা হয়েছে সেটার নিন্দা ও বিচার দাবি করছি।’

লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদ বলেন, একজন ভাইস চ্যান্সেলর কীভাবে একজনের গায়ে হাত তুলতে পারে? ওনি আমাদের প্রিয় সহকর্মী লতা ম্যামকে অপমান করেছেন। ওনাকে আমরা আর চাই না।’

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিজ কার্যালয়ে প্রবেশ করতে গেলে শিক্ষক সমিতি বাঁধা প্রদান করে। এক পর্যায়ে শাখা ছাত্রলীগের পদপ্রত্যাশী নেতাকর্মী ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মধ্যে মারামারি ও উপাচার্যের সঙ্গে শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। ওই সময় আঘাত পান লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস লতা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close