কায়সার হামিদ মানিক, উখিয়া (কক্সবাজার)

  ০১ জানুয়ারি, ২০২৪

উখিয়ার ইনানী থেকে পর্যটক নিয়ে সেন্টমার্টিন গেল জাহাজ

কক্সবাজারের উখিয়ার সমুদ্রসৈকত ইনানী থেকে সেন্টমার্টিন পর্যন্ত সাগরপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। এর মাধ্যমে কক্সবাজারে পর্যটন শিল্পের নতুন একটি দ্বার উন্মোচন হলো। গতকাল রবিবার সকালে উদ্বোধনের মাধ্যমে সাগরপথে ইনানী-সেন্টমার্টিন জাহাজে ভ্রমণের সুযোগ যাবেন পর্যটকরা।

জানা গেছে, উদ্বোধনী দিনে প্রথম জাহাজ চলাচল করে এমভি কর্ণফুলী এক্সপ্রেস। এটি কক্সবাজার শহরের নুনিয়াছড়াস্থ বাঁকখালী নদীর ঘাটের পরিবর্তে ইনানীতে বাংলাদেশ নৌবাহিনীর জেটিঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করেছে। জাহাজের কক্সবাজার কার্যালয়ের পরিদর্শক হোসাইন ইসলাম বাহাদুর জানান, সকাল সাড়ে ৯টার দিকে ইনানী থেকে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হয় এমভি কর্ণফুলী। এটি দুপুর সাড়ে ১২টা নাগাদ সেন্টমার্টিনে পৌঁছায়। বিকেল ৩টায় সেন্টমার্টিন থেকে ফের রওনা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টায় ইনানী জেটিতে ফিরে এসেছে।

কর্ণফুলী জাহাজের এমডি ইঞ্জিনিয়ার এম এ রশিদ বলেন, এই জাহাজটি ৭৫০ জন ধারণক্ষমতাসম্পন্ন। জাহাজটিতে দ্বীপে আসা ও যাওয়ার ক্ষেত্রে টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮০০ থেকে ৩ হাজার ২০০ টাকা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close