মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

  ০৯ জুন, ২০২৩

মোংলায় বন মামলায় পলাতক লিটন গ্রেপ্তার

বাগেরহাটের মোংলায় বন মামলায় পলাতক থাকা লিটন মন্ডলকে (৪০) গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় তাকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়।

এর আগে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে মোংলা থানা-পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন বলেন, বন আইনের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন লিটন।

চিলা ইউনিয়নের চেয়ারম্যান গাজী আকবর হেসেন বলেন, লিটন গ্রেপ্তার খবরে এলাকায় স্বস্তির নিঃস্বাশ ফেলছে। দীর্ঘদিন সে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স দাবি করে তিনি এলাকার নিরীহ মানুষকে হয়রানি ও চাঁদাবাজি করতেন। এলাকায় বিভিন্ন মানুষকে ভিজিডি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিয়েছে। এতে এলাকার ভাবমূর্তি নষ্ট হতো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close