বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

  ১৯ মার্চ, ২০২৩

বদলগাছীতে স্বামী শাশুড়ি গ্রেপ্তার

নওগাঁর বদলগাছীতে যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতনের অভিযোগে স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের পার-আধাইপুর সোনারপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার পার-আধাইপুর সোনারপাড়ার বাসিন্দা মিনহাজ হোসেন (২২) ও তার মা আঞ্জুয়ারা (৪৮)।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি নওগাঁ জেলা আদালতের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল- ২-এ অভিযোগ করেন ভুক্তভোগী গৃহবধূ মরিয়ম (২১)। ট্রাইব্যুনাল ওই অভিযোগ আমলে নিয়ে গত বৃহস্পতিবার বদলগাছী থানায় নারী ও শিশু নির্যাতন মামলা রেকর্ড করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, যৌতুকের জন্য স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে গত ২৭ ফেব্রুয়ারি নওগাঁ জেলা আদালতের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২-এ অভিযোগ করেন ভুক্তভোগী মরিয়ম। ওই অভিযোগ আমলে নিয়ে গত ১৬ মার্চ বদলগাছী থানায় নারী ও শিশু নির্যাতন মামলা রেকর্ড করা হয়।

মামলার পরিপ্রেক্ষিতে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পার-আধাইপুর সোনারপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে গৃহবধূর স্বামী মিনহাজ ও শাশুড়ি আঞ্জুয়ারাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close