reporterঅনলাইন ডেস্ক
  ১৯ মার্চ, ২০২৩

সংক্ষিপ্ত সংবাদ

নাট্যোৎসব

ঝিনাইদহ প্রতিনিধি

‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখে সমৃদ্ধির স্বপ্নে রঙিন’ স্লোগানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে ‘বঙ্গবন্ধু নাট্য উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যায় ঝিনাইদহ প্রেস ক্লাব মিলনায়তনে এ উৎসবের আয়োজন করে ঝিনাইদহ শিশু কিশোর নাট্যদল ও অঙ্কুর নাট্য একাডেমি।

কর্মশালা

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে জালনোট প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মার্চ) বেলা ১১টায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সমীরণ চন্দ্র কর্মকারের সভাপতিত্বে কর্মশালা উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার অতিরিক্ত পরিচালক (ব্যাংকিং) অসিত ভূষণ শীল। বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সরোয়ার।

মতবিনিময়

ভোলা প্রতিনিধি

ভোলা সরকারি কলেজের ৬০ বছর পূর্তিতে হিরকজয়ন্তী উৎসব উদযাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মার্চ) সকালে ভোলা জেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা হয়েছে। সভায় জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সাবেক অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ, সাবেক অধ্যক্ষ রুহুল আমি জাহাঙ্গীর, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদারসহ বিভিন্ন বর্ষের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।

ভূমিহীনদের সমাবেশ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জন্ম-মৃত্যু নিববন্ধন নিশ্চিতকরণ, ভূমি অধিকার ও কৃষি ভূমি সংস্কার বিষয়ে ভূমিহীনদের সমাবেশ হয়েছে। শনিবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার বৈরচুনা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন ভূমিহীন সমন্বয় পরিষদ এ সমাবেশের আয়োজন করে। ইউনিয়ন ভূমিহীন সমন্বয় পরিষদের সভা প্রধান মৃনাল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, ইউপি সদস্য শাহাজাহান আলী, উন্নয়ন সংস্থা সিডিএর আঞ্চলিক সমন্বয়কারী কাওসারুল আলম।

সংবর্ধনা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলিয়া মেরিট কেয়ার কিন্ডারগার্টেন স্কুলের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত ১৮ শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবুর রহমান রঞ্জু।

সার-বীজ বিতরণ

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুরে পাঁচ হাজার ১০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও আউশ ধান বীজ বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ মার্চ) দুপুরে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমার এমপি।

গুদামে আগুন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার মাহাবুব এন্টারপ্রাইজ নামে একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ মার্চ) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে গুদামে থাকা প্রায় ছয় লাখ টাকার মালামার পুড়ে গেছে। নওগাঁ ও আদমদীঘি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close