গাজীপুর প্রতিনিধি

  ২৬ সেপ্টেম্বর, ২০২২

গাজীপুরে পোলট্রি মেডিসিনের গুদামে আগুন

গাজীপুর মহানগরের বাসন থানাধীন দিঘীরচালায় পোলট্রি মেডিসিনের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গাজীপুর ফায়ার স্টেশনের দুই ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আব্দুল হামিদ জানান, রবিবার ভোর সোয়া ৫টার দিকে দিঘীরচালায় আবু তালেবের মালিকানাধীন ইনুভা অ্যানিমেল হেল্থ নামের পোলট্রি মেডিসিনের গুদামে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নিভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। গাজীপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে গুদামে থাকা বিভিন্ন মেডিসিন ও রাসায়নিক দ্রব্যসহ মালামাল পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে নিরুপণ করা যাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close