শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

  ২০ সেপ্টেম্বর, ২০২২

প্রশিক্ষণ

শ্রীমঙ্গলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান-(আরইআরএমপি-৩) প্রকল্পের আওতায় দুঃস্থ নারী কর্মীদের আয় বর্ধক কর্মসূচি, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৩ নং সদর ইউনিয়নের হলরুমে সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. দুদু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান উদ্বোধন করেন। প্রকল্পের জেলা সমন্বয়ক পরিতোষ দেবের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কর্মশালার ট্রেনিং অফিসার প্রান্তিক হোসেন, সদর ইউনিয়নের সচিব দ্বিজেন্দ্রলাল দাস, এ কার্যক্রমের সিও আরতি পাল ও প্রশিক্ষক সঞ্জন পাল প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close