প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৯ অক্টোবর, ২০২১

শ্রদ্ধাভরে স্মরণ শেখ রাসেলকে

‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস’ প্রতিপাদ্যে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন গতকাল সোমবার সারা দেশে পালিত হয়েছে। বিভিন্ন পর্যায়ের আলোচকরা এদিন শেখ রাসেলকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। এ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল কেক কাটা, বর্ণাঢ্য শোভাযাত্রা, শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা, কবিতা পাঠ এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ইত্যাদি। প্রতিনিধিদের পাঠানো খবর-

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখের কার্যালয়ে ২৫ পাউন্ডের কেক কেটে শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়। পরে বঙ্গবন্ধু, শেখ রাসেলসহ নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, আ.লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আ.লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাবেক সহসভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন, ইউএনও এ কে এম হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, কাউন্সিলর মইনুল ইসলাম অপু প্রমুখ।

বরগুনা : বরগুনায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে কেক কাটেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহেদুর রহমান। পরে আলোচনা সভায় বক্তব্য দেন প্যানেল চেয়ারম্যান মো. মোজ্জাম্মেল হক, সহকারী প্রকৌশলী মো. জাহিদুর রহমান, মাহবুব আহম্মেদ প্রমুখ।

ভোলা : ভোলায় জেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে মিলিত হয়। পরে সেমিনারে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত হাওলাদার, পুলিশ সুপার সরকার মো. কায়সার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিব আহমেদ, প্রেস ক্লাব সভাপতি এম হাবিুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধাব চন্দ্র দাস, মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলাম প্রমুখ।

ফরিদপুর : ফরিদপুরে গোয়ালচামট হাউজিং এস্টেটের পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ফরিদপুর জোন অফিসের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় মানবিক উন্নয়ন কেন্দ্র জোনাল ম্যানেজার নুর মোহাম্মদ তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পৌর কাউন্সিলর মো. নুরুল ইসলাম মোল্যা, কাউন্সিলর জাফর আহম্মেদ খান, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের এরিয়া ম্যানেজার মো. নাসির উদ্দিন প্রমুখ।

গাইবান্ধা : গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা পরিষদের উদ্যোগে স্থানীয় টেনিস ক্লাব চত্বরে শেখ রাসেল ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। এনডিসি শাহিদুল ইসলামের সঞ্চালনায় টুর্নামেন্ট পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আ.লীগের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামস-উল আলম হীরু, সদর উপজেলা চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, পৌর মেয়র মো. মতলুবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. আবদুর রউফ তালুকদার, সিভিল সার্জন ডা. আ ম আখতারুজ্জামান, সদর ইউএনও মো. আবদুর রাফিউল আলম প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় স্টেডিয়ামের হলরুমে আলোচনা সভায় বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এতে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত প্রমুখ।

আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে উপজেলা পরিষদ সম্মেলন কেন্দ্রে ইউএনও ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুল হকের সঞ্চালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামাণিক, সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. অনিক ইসলাম, ওসি আবুল কালাম আজাদ, আ.লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আখতারুজ্জামান, সাংবাদিক তপন কুমার সরকার, কবি আহম্মেদ পিন্টু প্রমুখ।

হিলি (দিনাজপুর) : হিলিতে হাকিমপুর ইউএনও নূর-এ আলমের সভাপতিত্বে আলোচনার সভায় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন-উর রশিদ, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা সেলিম হোসেন শেখ, কৃষি কর্মকর্তা ডা. মমতাজ সুলতানা, মাধ্যমিক অ্যাকাডেমি সুপারভাইজার সাখাওয়াত হোসেন প্রমুখ।

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) : শায়েস্তাগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় উপজেলা পরিষদ সভা পক্ষে আলোচনা সভায় ইউএনও মো. মিনহাজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আবদুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, জেলা পরিষদের সদস্য আবদুল্লা সরদার, নূরপুর ইউপি চেয়ারম্যান মুখলিছুর রহমান, ব্রাহ্মণডোরা ইউপি চেয়ারম্যান হোসাইন মো. আদিল জজ মিয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রমা পদ দেব প্রমুখ।

আদমদীঘি (বগুড়া) : আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় ইউএনও শ্রাবনী রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও আ.লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী, ওসি জালাল উদ্দীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর আলম, উপজেলা আ.লীগের সহসভাপতি আবু রেজা খান, মুক্তিযোদ্ধা আবির উদ্দীন, সদর ইউনিয়ন আ.লীগের সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

সাদুল্লাপুর (গাইবান্ধা) : সাদুল্লাপুর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ইউএনও রোকসানা বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) তাইফুর রহমান, অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায়, উপজেলা কৃষি কর্মকর্তা খাজানুর রহমান, মহিলাবিয়ষক কর্মকর্তা শাহানাজ আক্তার, প্রেস ক্লাব সভাপতি শাহজাহান সোহেল, উপজেলা আ.লীগের সহসভাপতি খন্দকার জিল্লুর রহমান, মহিলা আ.লীগ সভাপতি রেহানা বেগম, নাগরিক কমিটির সভাপতি আবুল বাশার মো. আবদুল হান্নান পিন্টু প্রমুখ।

বাবুগঞ্জ (বরিশাল) : বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে সেমিনার ও আলোচনা সভা ইএনও আমীনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান, কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম প্রমুখ।

বাউফল (পটুয়াখালী) : বাউফলে উপজেলা পরিষদ চত্বরে শহীদ শেখ রাসেল সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, আ.লীগের সহসভাপতি ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) বায়েজিদুর রহমান, আ.লীগের সহসভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া প্রমুখ।

কুয়াকাটা (পটুয়াখালী) : কুয়াকাটা পৌরসভার কার্যালয়ে মেয়র আনোয়ার হাওলাদারের নেতৃত্বে কেক কাটা হয়। দিবসটি উপলক্ষে কুয়াকাটা ৬০নং লতাচাপলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেখ রাসেলের স্মরণে চিত্র অংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শতাধিক শিক্ষার্থীরা। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামসহ ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বেনাপোল (যশোর) : যশোরের শার্শা উপজেলা চত্বরে ৫৮ জন ছাত্রছাত্রী বেলুন উড়িয়ে শেখ রাসেল দিবসের উদ্বোধন করেন ইএনও মীর আলিফ রেজা। পরে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন, ওসি বদরুল আলম খান, বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান, কৃষি কর্মকর্তা গৌতম কুমার শীল, মৎস্য কর্মকর্তা আবুল হোসেন, আইটিসি কর্মকর্তা আহসান কবির প্রমুখ।

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) : ভোলাহাটে আলোচনা সভা ইউএনও সমর কুমার পালের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন, ভাইস চেয়ারম্যানের গরিবুল্লা দবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রেজওয়ানুল, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. ইয়াসিন আলী শাহ, বীর মুক্তিযোদ্ধা মো. তৈমুর প্রমুখ।

ভূঞাপুর (টাঙ্গাইল) : ভূঞাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও মোছা. ইশরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আলিফনূর মিনি, উপজেলা মহিলা লীগের সভাপতি মোছা. নার্গিস বেগম, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল রনী, অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুল ওহাব, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, প্রেস ক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিক প্রমুখ।

ধামরাই (ঢাকা) : ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজের হলরুমে বিদ্যালয়ের আয়োজনে কেক কেটে জন্মদিন পালন শেখ রাসেলের জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ শহীদুল্লাহ লিটনের সঞ্চালনায় ইউএনও হোসাইন মোহাম্মদ হাই জকির সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমেদ, পৌর মেয়র আলহাজ গোলাম কবির মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল হক, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোখলেসুর রহমান প্রমুখ।

ধুনট (বগুড়া) : বগুড়ার ধুনটে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পৌর মেয়র এ জি এম বাদশাহ। পৌর সচিব শাহীনূর ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পৌর উপসহকারী প্রকৌশলী সাজেদী হক, পৌর কাউন্সিলর বাবুল আকতার বাবু, আপাল শেখ, ফরহাদ হোসেন, মুঞ্জিল হোসেন, জাহাঙ্গীর আলম, রেহেনা খাতুন, শিউলী আক্তার, ঠিকাদার বদরুল হাসান আগা, পৌর টিকাদানকারী মাহবুবা আকতার মিতু, বাজার পরিদর্শক জহুরুল মল্লিক, উচ্চমান সহকারী হোসনে মোবারক নয়ন, কার্যসহকারী মাহমুদুল ইসলাম টুকু প্রমুখ।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গোবিন্দগঞ্জে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল লতিফ প্রধান, ইউএনও আবু সাঈদ, অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, কৃষিবীদ আবদুল্লা আল হাসান চৌধুরী লিটন প্রমুখ।

গৌরীপুর (ময়মনসিংহ) : গৌরীপুরে সুবিধাবঞ্চিত ৫৮ জন অসহায় শিশুর মাঝে নতুন কাপড় ও চালের বস্তা উপহার দিয়েছে জেলা পরিষদ সদস্য ও যুবলীগ নেতা এইচ এম খায়রুল বাসার। এ সময় উপস্থিত ছিলেন পৌর আ.লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান কাউসার, বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি গৌরীপুরের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান ডালেছ, যুবলীগ নেতা কামাল হোসেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক স্বপ্নশীলা হোসেন, পৌর শাখার সভাপতি রুবেল হোসেন, সাধারণ সম্পাদক সজল প্রমুখ।

ইন্দুরকানী (পিরোজপুর) : ইন্দুরকানীতে উপজেলা প্রশাসন সভাকক্ষে ইউএনও লুৎফুন্নেসা খানমের সভাপতিত্বে কেক কাটা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এম মতিউর রহমান, ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার, ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর এ কে এম আবুল খায়ের, কৃষি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও আ.লীগ নেতা আ. লতিফ হাওলাদার, মনিরুজ্জামান মৃধা, যুবলীগের সভাপতি আ. রাজ্জাক, সাধারণ সম্পাদক শাহীন গাজী, ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান ছগীর, সাধারণ সম্পাদক নেওয়াজ খান প্রমুখ।

জামালপুর : জামালপুর পৌরসভা হল মিলনাতয়নে স্মরণ সভা ও আলোচনায় পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানুর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আ.লীগের সহসভাপতি জি এস মিজানুর রহমান, প্যানেল মেয়র ফজলুল হক আকন্দ, সাবেক প্যানেল মেয়র মো. হেলাল উদ্দিন, কাজী টিপু সুলতান প্রমুখ।

ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, ইউএনও মোক্তার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) অনুজা মন্ডল, ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু প্রমুখ।

ঝিনাইদহ : ঝিনাইদহে জেলা প্রশাসনের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার জেলা প্রশাসক মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আবদুল হাই। এ সময় উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা প্রমুখ।

কমলগঞ্জ (মৌলভীবাজার) : কমলগঞ্জে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপাধ্যক্ষ ড. মো. আবদুস শহীদ এমপি। পরে আলোচনা সভায় ইউএনও মো. আশেকুলের হকের সভাপতিত্বে ও সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মৎস্য কর্মকর্তা হেদায়ৎ উল্লা, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা বিআরডিভির সাবেক সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, ৫নং সদর ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান, মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল মতলিব তরফদার প্রমুখ।

কামারখন্দ (সিরাজগঞ্জ) : কামারখন্দে শেখ রাসেল দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আবদুল কাইয়ুমের পরিচালনায় দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়। ইউএনও মেরিনা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত, মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, ওসি হাবিবুল্লাহ, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান প্রমুখ।

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) : কসবা উপজেলা পরিষদ চত্বরে অস্থায়ী শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া, ইউএনও মাসুদ উল আলম, সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান, ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, আ.লীগ যুগ্ম আহ্বায়ক এম জি হাক্কানী, রুহুল আমিন ভূঁইয়া প্রমুখ।

কয়রা (খুলনা) : কয়রায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে ও ইউআরসি নাজমুল হুদার পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এস এম শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এম সাইফুল্লাহ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুস্তাইন বিল্যাহ, শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, আইসিটি কর্মকর্তা লিডম পল বালা, প্রেস ক্লাবের সহসভাপতি শেখ মনিরুজ্জামান মনু, দিপক কুমার মিস্ত্রি প্রমুখ।

কুষ্টিয়া : কুষ্টিয়া পৌরসভার ম আ রহিম মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌর মেয়র আনোয়ার আলী। প্যানেল মেয়র শাহিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, সচিব কামাল উদ্দিন, কাউন্সিলর সাইফ-উল হক মুরাদ, আনিছ কোরাইশী, মীর রেজাউল ইসলাম বাবু, শাহজালাল, নজরুল ইসলাম, মাহাবুবুর রহমান পাখি প্রমুখ।

মদন (নেত্রকোনা) : মদনে ইউএনওর সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউএনও বুলবুল আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল কদ্দুছ, সরকারি কলেজের অধ্যক্ষ মো. শফিকুর রহমান, পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা, জেলা পরিষদ সদস্য এ কে এম সাইফুল ইসলাম হান্নান প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close