মাগুরা প্রতিনিধি

  ২০ সেপ্টেম্বর, ২০২১

পাঁচজনের কাজ করেন এক কর্মকর্তা

মাগুরার শ্রীপুর উপজেলা মৎস্য অফিস দীর্ঘদিন ধরে জনবল সংকটে রয়েছে। কর্মকর্তা ও কর্মচারী মিলে পাঁচজন স্থানে শুধুমাত্র একজন কর্মকর্তা দিয়ে চলে অফিসের কার্যক্রম। এতে ব্যাহত হচ্ছে স্বাভিক কার্যক্রম। ফলে কাক্সিক্ষত সেবা থেকে বঞ্চিত হচ্ছে জনসাধারণ। অফিসের সব কার্যক্রম পরিচালনা করতে হিমশিম খেতে হচ্ছে ওই কর্মকর্তাকে।

সরেজমিনে দেখা যায়, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক একাই অফিস কক্ষে বসে আছেন। তার সঙ্গে কথা বলে জানা যায়, সহকারী মৎস্য কর্মকর্তা, অফিস সহকারী, ক্ষেত্র সহকারী ও অফিস সহায়কের পদ থাকলেও দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। তাই অফিসের সব কাজ নিজেকেই সামলাতে হয়।

তিনি আরো বলেন, একা হওয়ায় প্রতিদিন নানা সমস্যার সম্মুখীন হতে হয়। মাঠ পর্যায়ে কোথাও গেলে অফিসে তালা লাগিয়ে যেতে হয়। অফিস বন্ধ থাকায় অনেকেই ফিরে যান। দ্রুত এ সমস্যা সমাধানে নতুন নিয়োগের মাধ্যমে লোকবল বৃদ্ধির কথা জানান তিনি।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার কবির বলেন, দীর্ঘদিন ধরেই জনবল সংকটে রয়েছে উপজেলা মৎস্য অফিস। জেলা অফিসেও জনবল সংকট রয়েছে। সংকট নিরসনে কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। আপাতত নিয়োগ কার্যক্রম বন্ধ রয়েছে। দ্রুত এ সমস্যার সমাধান হবে বলে জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close