নেত্রকোনা প্রতিনিধি

  ১৫ সেপ্টেম্বর, ২০২১

৬৩ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

দুর্গাপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে ৬৩ লাখ ২৪ হাজার ৯৭০ টাকা মূল্যের চোরাচালানের বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। নেত্রকোনা ব্যাটালিয়ন (বিজিবি-৩১) অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে গণমাধ্যমকর্মীদের কাছে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দুর্গাপুর সদর ইউনিয়নের বারোমারী বিওপির হাবিলদার শহিদুল ইসলামের নেতৃত্বে ১০ সদস্যের একটি টিম সোমবার রাতে দুই ভাগে বিভক্ত হয়ে অভিযান চালায়। এ সময় ভারতীয় মালামাল নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখেন চোরাকারবারিদের। বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে পালিয়ে যান তারা। পরে বিজিবির জোয়ানরা ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিস ও প্রসাধনীসামগ্রী জব্দ করে। মালামালের সিজার মূল্য ৫১ লাখ ৯০ হাজার ৯৭০ টাকা। অপরদিকে ভোররাতে পশ্চিম লেঙ্গুড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬২ বস্তা ভারতীয় চা-পাতা জব্দ করা হয়। যার ওজন ২ হাজার ৫২০ কেজি। জব্দকৃত মালামাল নেত্রকোনা কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close