কাহালু (বগুড়া) ও তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ১২ সেপ্টেম্বর, ২০২১

বিদ্যুৎস্পর্শে কাহালুতে মিস্ত্রি তাড়াশে যুবকের মৃত্যু

বগুড়ার কাহালুতে বিদ্যুৎস্পর্শে ইলেকট্রিক মিস্ত্রি মো. সোহেল (২৫) মারা গেছেন। গতকাল শনিবার দুপুরে কাহালু স্টেশন রোডে মেসার্স আল আমিন ইলেকট্রনিক্সে এ দুর্ঘটনা ঘটে। সোহলে উপজেলার ভেটিসোনাই গ্রামের মো. আজিজুলের ছেলে।

আল আমিন ইলেকট্রনিক্সের মালিক আবদুল মোমিন জানান, গতকাল অটোগাড়ির ঝালাইয়ের কাজ করার সময় সোহেল বিদ্যুতায়িত হন। এ সময় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে কাহালু হাসপাতালে ও পরে বগুড়া মেডিকেলে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

এদিকে সিরাজগঞ্জের তাড়াশ প্রতিনিধি জানান, তাড়াশে আবদুর রহিম আকন্দ (২৬) নামের এক যুবক বিদ্যুতচালিত সেচপাম্পের পানিতে গোসলে গিয়ে বিদ্যুৎস্পর্শে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ভিকমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মো. আবদুল খালেকের ছেলে।

স্থানীয়রা সূত্রে জানা গেছে, শনিবার ভোরে বাড়ির পাশে বিদ্যুতচালিত সেচপাম্পে (মোটর) গোসল করতে গিয়ে অসাবধনতাবসত বৈদ্যুতিক তারে জড়িয়ে যান রহিম। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে তাড়াশ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসক ডা. রুমন খান। তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close