বগুড়া প্রতিনিধি

  ২৮ জুলাই, ২০২১

বগুড়ায় বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের

নন্দীগ্রামে ট্রাক্টর দিয়ে জমি চাষাবাদের সময় হঠাৎ বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি গ্রামের শরিষাবাদ মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার বীরপলি গ্রামের মৃত সাদেক আলীর ছেলে কৃষক আবদুস সামাদ (৪৫) ও তার ছেলে স্থানীয় মুরাদপুর বান্দিরপুকুর দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র হাবিবুর রহমান হাবিব (১৩)। নন্দীগ্রাম থানার ওসি আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আবদুস সামাদ পাওয়ারটিলার দিয়ে গ্রামের শরিষাবাদ মাঠে ধানের জমি চাষ করছিলেন। মাদরাসা বন্ধ থাকায় এ সময় হাবিব তার বাবাকে সহযোগিতা করছিল। হঠাৎ বজ্রপাত হলে বাবা ও ছেলে গুরুতর আহত হন। আশপাশে থাকা কৃষকরা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close