কুমিল্লা প্রতিনিধি

  ২৩ জানুয়ারি, ২০২১

নৈশপ্রহরীকে হত্যা রাতের আঁধারে

কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর ইউনিয়নে রাতের আঁধারে এক নৈশপ্রহরীকে হত্যার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিনগত রাতে এ হত্যার ঘটনা ঘটে। নিহত আবুল হাশেম (৬০) নলুয়া চাঁদপুর গ্রামের দোকানি বাড়ির বাসিন্দা ।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবুল হাশেম এলাকার নলুয়া চাঁদপুর বাসস্ট্যান্ডে দীর্ঘদিন ধরে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। কিছু দিন আগে এলাকার বাবুল মিয়া নামে এক ব্যক্তির সঙ্গে আবুল হাশেমের কথা কাটাকাটি হয়।

নিহত আবুল হাশেমের ভাগিনা জহিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দিনগত রাত প্রায় দেড়টার দিকে আবুল হাসেম ও তার এক সহকর্মী সুরুজ মিয়া বাজারের একপাশে আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছিলেন। এ সময় ওই এলাকার বাবুল মিয়া বাসস্ট্যান্ডে আসেন। এত রাতে বাসস্ট্যান্ডে আসার কারণ জানতে চাইলে বাবুল মিয়া নৈশপ্রহরী আবুল হাশেমের ওপর ক্ষিপ্ত হন। একপর্যায়ে বাবুল মিয়া ও আবুল হাশেমের ধস্তাধস্তি শুরু হয়। পরে আবুল হাশেম মাটিতে লুটিয়ে পড়ে মারা যান।

বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, নলুয়া চাঁদপুর বাজারের নৈশপ্রহরী আবুল হাশেম রাত আনুমানিক সাড়ে ১২টা বা ১টার দিকে বাজারে আগুন পোহাচ্ছিলেন। ওই সময় বাজারে পাশের বাড়ির বাবুল মিয়াকে বাজারে দেখেন নৈশপ্রহরী আবুল হাশেম। এক পর্যায়ে তারা বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। পরে হঠাৎ আবুল হাশেম মাটিতে পড়ে যান।

ওসি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। ময়নাতদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close