সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

  ০৬ আগস্ট, ২০২০

সরিষাবাড়ী পৌর মেয়রের বিরুদ্ধে আইসিটি মামলা

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকনের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা হয়েছে। উপজেলা যুবলীগের সদস্য ছামিউল হক বাদি হয়ে গতকাল বুধবার সরিষাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন। ফেসবুক লাইভে এসে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের এমপি ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে এ মামলা দায়ের করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৪ জুলাই) রাত ৮টার দিকে পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন তার নিজস্ব ফেসবুক (গধুড়ৎ জঁশধহ) আইডি থেকে লাইভে এসে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান এমপিকে নিয়ে বিভিন্ন আক্রমণাত্মক, বিভ্রান্তিকর, উদ্দেশ্য প্রণোদিত ও ভীতি প্রদর্শনমূলক মন্তব্য করেন। এছাড়া গত ১০ মে ফেসবুক লাইভে আপত্তিকর মন্তব্য ও ১৬ মে বিভ্রান্তিকর পোস্টসহ বিভিন্ন সময় তথ্য প্রতিমন্ত্রীকে নিয়ে তিনি অপপ্রচার করছেন। সরিষাবাড়ী থানার ওসি আবু মো. ফজলুল করীম জানান, তথ্য প্রতিমন্ত্রী সম্পর্কে ফেসবুকে আপত্তিকর মন্তব্যের অভিযোগে আইসিটি আইনে মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় বহিস্কৃত মেয়র রোকনুজ্জামানের সাথে কথা বলতে চাইলে তিনি মোবাইল রিসিভ করেননি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close