জাককানইবি প্রতিনিধি

  ১৭ নভেম্বর, ২০১৯

কবি নজরুল বিশ্ববিদ্যালয়

প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু আজ

আজ রোববার থেকে শুরু হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়ের (জাককানইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এ বছর প্রথমবারের মতো এমসিকিউয়ের পাশাপাশি থাকবে লিখিত পরীক্ষাও। নতুন পদ্ধতিতে দেড় ঘণ্টায় ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষার সময় ৫০ মিনিট এবং লিখিত পরীক্ষার সময় ৪০ মিনিট। ইতোমধ্যে সবধরনের প্রস্তুতি নিয়েছে বিশ^বিদ্যালয় প্রশাসন। সষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে যেকোনো ধরনের জালিয়াতিরোধে সতর্ক অবস্থানে রয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল শনিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় কনফারেন্স কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভর্তি পরীক্ষার মিডিয়া কমিটির সভাপতি অধ্যাপক ড. রশিদুন নবী।

এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, ট্রেজারার অধ্যাপক জালাল উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর, প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান, ছাত্রবিষয়ক উপদেষ্টা শেখ সুজন আলী, সহকারী প্রক্টর নজরুল ইসলাম ও মোহাম্মদ মিলন প্রমুখ।

ভর্তি পরীক্ষার অন্যান্য তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jkkniu.edu.bd)-এ পাওয়া যাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close