পাবনা-ঈশ্বরদী প্রতিনিধি

  ১৭ সেপ্টেম্বর, ২০১৯

অশ্লীলতার অভিযোগ

ঈশ্বরদীতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ

পাবনা ঈশ্বরদীতে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। গতকাল সোমবার সকালে উপজেলার আওতাপাড়া এ.বি.সি. আলিম মাদরাসার সামনের সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন তারা। এ ঘটনার পর অভিযুক্ত শিক্ষক রবিউল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন।

রতন ফকিরসহ একাধিখ অভিভাবক জানান, অভিুক্ত শিক্ষক রবিউল প্রায় ক্লাসে ছাত্রীদের গায়ে হাত দেওয়াসহ বিভিন্ন রকমের অশ্লীল কথাবার্তা ও অশোভন আচরণ করতেন। তিনি মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি আসাদুজ্জামান রিপন বিশ্বাসের চাচাতো ভাই হওয়ায় কেউ তার প্রতিবাদ করতে সাহস পায় নি। অবশেষে এ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হয়েছে। মাদরাসা ছাত্রী আশা খাতুন বলেন, এ বিষয়ে মাদরাসার সভাপতি ও অধ্যক্ষের নিকট ছাত্রীরা একাধিক বার অভিযোগ দিলেও ওই শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেননি তারা। তবে অভিযুক্ত শিক্ষক রবিউলের মুঠোফোনে বার বার যোগাযোগ করলেও সংযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে সাময়িক বরখাস্ত করার কথা জানান মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রোকনুল ইসলাম। ঘটনার সত্যতা স্বীকার করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান ঈশ্বরদী ইউএনও অফিসার আহম্মেদ হোসেন ভুইয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close