বেনাপোল (যশোর) প্রতিনিধি

  ১০ আগস্ট, ২০১৯

শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই ডেঙ্গু শনাক্তকরণ কীট

যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু শনাক্তের বা পরীক্ষা করার কোনো ব্যবস্থা নেই। গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে সাত থেকে আটজন শরীরে জ্বর নিয়ে চিকিৎসা নিতে এসেছেন। তাদের যশোর পাঠিয়ে দেওয়া হয়েছে। উপজেলার কাজীর গ্রামের মোস্তাফিজুর রহমান উৎস (২০), পাকশিয়া গ্রামের রায়হান (২৬) ও সেতাই গ্রামের রফিকুল ইসলাম (৩১) যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকিরা জেলা শহরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।

শার্শা উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের প্যাথলজিস্ট কবির হোসেন জানান, এ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের পরীক্ষা করার কোনো মেডিসিন বা সরঞ্জাম নেই। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অশোক কুমার সাহা বলেন, ডেঙ্গু জ্বর পরীক্ষার কোনো কিট হাসপাতালে না থাকায় পরীক্ষা করতে পারছি না। আমারা প্রয়োজনীয় কিটের চাহিদা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছি। ঈদের আগেই পাব বলে আশা করছি। ডেঙ্গু জ্বরে আক্রান্তদের জন্য আলাদা ওয়ার্ডের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close