শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

  ১৩ জুলাই, ২০১৯

মানিকগঞ্জের সেরা শিবালয় সদর উদ্দিন ডিগ্রি কলেজ

মানিকগঞ্জের শিবালয় সদরউদ্দিন ডিগ্রি কলেজ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। গত বৃহস্পাতবার বিকালে শ্রেষ্ট প্রতিষ্ঠান হিসেবে সনদ ও ক্রেস্ট দেওয়া হয়েছে। মানিকগঞ্জ জেলা প্রশাসকের হলরুমে জেলা প্রশাসক এসএম ফেরদৌসের সভাপতিত্বে শিবালয় সদরউদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. বাসুদেব কুমার দে শিকদারকে এ সনদ ও ক্রেস্ট দেওয়া হয়। উল্লেখ্য, শিবালয় উপজেলার যমুনা নদীর পাশে ১৯৯২ সালে মরহুম আব্দুল মজিদ মিয়া শিবালয় সদরউদ্দিন কলেজটি প্রতিষ্ঠিত করেন। ওই সময় মাত্র ১৪ জন শিক্ষক কর্মচারী নিয়ে কলেজটি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার দীর্ঘ ২৭ বছরে উপজেলায় ১৮ বার ও জেলায় সাতবার শ্রেষ্ঠ কলেজ হিসেবে নির্বাচিত হয়। এবার জাতীয় শিক্ষা সপ্তাহে ওই কলেজের সহকারী অধ্যাপক ড. উত্তম কুমার সরকার জেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close