কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

  ২৭ এপ্রিল, ২০১৯

কলাপাড়ায় মাছ চুরির অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় বিভিন্ন প্রজাতির প্রায় ৫ মণ মাছ চুরির অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিপার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ চুরির ঘটনা ঘটে। এদিকে সংঘবদ্ধ চোরদের ফেলে যাওয়া মাছ ও চুরির সরঞ্জাম নিয়ে ঘেরের মালিক কবির মৃধা গতকাল শুক্রবার সকালে থানায় হাজির হয়ে নুরজামাল আকন, ওহাব গাজী ও বাবুল মৃধার নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ঘের পাহারা দিতে গিয়ে কবির মৃধা দেখতে পান কারেন্ট জাল দিয়ে রুই, মৃগেল, কাতলা, গলদা চিংড়িসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৫ মণ মাছ চোরেরা নিয়ে যাচ্ছে। এ সময় তার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে কিছু মাছ, জাল ও একটি মোবাইল ফোন ফেলে রেখে পালিয়ে যায় চোরেরা। ঘেরের মালিক তার হাতে থাকা টর্চ লাইটের আলোতে চোরদের শনাক্ত করেন।

চুরির ঘটনায় অভিযুক্ত বাবুল মৃধা জানান, ঘটনার সময় আমি শশুর বাড়িতে ছিলাম, আমাকে জড়িয়ে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে।

কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close