বড়াইগ্রাম (নাটোর) ও ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি

  ১৩ মার্চ, ২০১৯

কর্মস্থলে মৃত্যু ২ নির্মাণ শ্রমিকের

নাটোরের বড়াইগ্রামের নির্মাণাধীন বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবুজ হোসেন (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার মাঝগাঁও তিরাইল পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সবুজ পাশ্ববর্তী বাগাতিপাড়া উপজেলার ধুপইল গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের কছিমুদ্দিন প্রামাণিকের নির্মাণাধীন বাড়ীর ছাদ তৈরী করতে লম্বা রড নিয়ে সবুজ ছাদে উঠতে যায়। এসময় ছাদের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের তারে রডটির স্পর্শ ঘটলে সে বিদ্যুৎতাড়িত হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি জানান, ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে মো. রাজু (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় মো. রেজাউল নামে আরেক শ্রমিক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার উপজেলার উত্তর সুজাপুর গ্রামে এক ব্যাংকের কর্মচারীর বিল্ডিং এর ছাদ ঢালাই দিতে গিয়ে এ ঘটনা ঘটে। মৃত রাজু বিরামপুর উপজেলার দক্ষিণ সাহাবাজপুর গ্রামের মো. আনিছুর রহমানের ছেলে।

স্থানিয় সূত্রে জানা যায়, মঙ্গলবার উপজেলার শিবনগর ইউপির রাজারমপুর মাছুয়াপাড়া গ্রামের ব্যাংক কর্মচারী সঞ্জয় কুমারের নির্মাণাধিন বাড়ীর ছাদ ঢালাইয়ের সময় বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন মো. রেজাউল ও রাজু নামে দুই শ্রমিক। আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী হাসপাতালে পরে রংপুর হাসপাতালে নেয়ার পথে রাজু মারা যান। আহত রেজাউল রংপুর মেডিকেলে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় পুলিশ বাড়ীর মালিক সঞ্জয় কুমারকে আটক করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close