মেহেরপুর প্রতিনিধি

  ২১ ফেব্রুয়ারি, ২০১৯

মেহেরপুরে জেলা জজের আদালত বর্জন আইনজীবীদের

মেহেরপুরের আইনজীবীরা গতকাল বুধবার জেলা জজ আদালতের কোন মামলায় অংশ গ্রহণ করেননি। গত মঙ্গলবার একটি মামলার শুনানিতে বেশ কয়েকজন আইনজীবীকে অংশ গ্রহনে অনুমতি না দেওয়ায় আইনজীবীরা আদালত থেকে বেরিয়ে আসে। ওইদিনই আইনজীবী সমিতির নির্বাহী কমিটির জরুরী সভায় বুধবার সারাদিন জেলা জজ আদালতে কোন মামলায় আইনজীবীরা অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে আদালত বর্জনের সিদ্ধান্ত গ্রহনের জন্য আগামী রোববার সাধারণ সভার ডাক দিয়েছে জেলা আইনজীবী সমিতি। মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাহী সদস্য আবদুল্লাহ আল মামুন জানান, গত মঙ্গলবার জেলা জজ মোহাম্মদ গাজি রহমানের আদালতে জ্যেষ্ঠ আইনজীবী মিয়াজান আলীসহ বেশ কয়েকজন আইনজীবী আসামি পক্ষের হয়ে একটি মামলার শুনানীতে অংশ নেয়। জেলা জজ এক মামলায় এতা আইনজীবীর অংশ গ্রহনে অনুমতি না দেওয়ায় প্রতিবাদ জানিয়ে আদালত থেকে বেরিয়ে আসেন আইনজীবীরা।

জেলা আইনজীবী সমিতির সভপতি ইব্রাহিম শাহিন বলেন, জেলা জজ মোহাম্মদ গাজি রহমান মেহেরপুরে আসার পর থেকে আইনজীবীদের সাথে অশোভনীয় আচরণ করে যাচ্ছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close