হবিগঞ্জ প্রতিনিধি

  ২৩ জানুয়ারি, ২০১৯

পঞ্চায়েত প্রধান নির্ধারণ নিয়ে সংঘর্ষ, আহত ১২

হবিগঞ্জের বানিয়াচংয়ে পঞ্চায়েত প্রধান নির্ধারণ করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় কমর উদ্দিন শেখ (৫০), সাজিদ মিয়া (৩২), আলামিন (৫৫) ও মো. আলেমান মিয়াকে (৬০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার সুবিদপুর ইউনিয়নের নোয়াগাও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বানিয়াচং থানার (ওসি) রাশেদ মোবারক জানান, উপজেলার সুবিদপুর ইউনিয়নের নোয়াগাও গ্রামের বর্তমান মেম্বার কমর উদ্দিন শেখ ও তার চাচাত ভাই মো. আলেমান মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত গ্রামের পঞ্চায়েত প্রধান হওয়া নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরধরে মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের লোকজনের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ১২ জন আহত হয়। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close