রংপুর ব্যুরো

  ১২ নভেম্বর, ২০১৮

রংপুরে কৈশোরের জয়গান অনুষ্ঠিত

রংপুরে কিশোর-কিশোরীদের সম্ভাবনাময় বিকাশের লক্ষ্যে মাল্টি সেক্টরাল মিডিয়া কর্মসূচির মাধ্যমে কৈশোরের জয়গান বিষয়ে প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে। গত শনিবার সন্ধ্যায় বাংলাদেশ বেতার, রংপুরের উদ্যোগে এবং ইউনিসেফের সহযোগিতায় এ কার্যক্রম শুরু হয়। সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা এটির উদ্বোধন করেন।

বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার রংপুর বিভাগীয় পরিচালক যুগ্ম সচিব জাকির হোসেন, ইউনিসেফ রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধান নাজিবুল্লাহ হামীম। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের আঞ্চলিক পরিচালক ড. মোহাম্মদ হারুন অর রশিদ, বিভাগীয় স্বাস্থ্য পচিালক ডা. অমল চন্দ্র সাহা, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান আনসার আলী।

এর আগে অনুষ্ঠানের শুরুতে বেতার প্রচার ভবন থেকে কিশোর-কিশোরীদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close