লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

  ১৩ অক্টোবর, ২০১৮

লোহাগাড়ায় টংকাবতী খালে ভাঙন বিলীন আমিরাবাদ সুখছড়ী সড়ক

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পূর্ব সুখছড়ী এলাকায় টংকাবতী খালে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে বিলীন হচ্ছে পূর্ব সুখছড়ি-পূর্ব হাজার বিঘা সংযোগ সড়ক। ইতিমধ্যে ওই এলাকার কাসেম বাড়ি সংলগ্ন এলাকায় প্রায় ৫০-৬০ ফুট খালের গর্ভে বিলীন হয়ে গেছে।

এলাকার ইউপি সদস্য মৃনাল কান্তি মিলন জানান, টংকাবতী খালের আমিরাবাদ সুখছড়ী সড়কটি দিয়ে হাজারবিঘা, তহসিলদার পাড়া, পূর্ব সুখছড়ি, কলাউজান তেলী পাড়া, রাবার ড্যাম এলাকা, হাজারী গোদার পাড়ার লোকজন প্রতিনিয়ত যাতায়াত করে। চলাচল করে শত শত গাড়ি। পূর্ব সুখছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বহু শিক্ষার্থী সড়কটি দিয়ে যাতায়াত করে। সম্প্রতি ভারী বর্ষণে ওই স্থানে সড়কটি টংকাবতী খালে বিলীন হয়ে যাচ্ছে। এলাকাবাসী ও শিক্ষার্থীর যাতায়াতের স্বার্থে উক্ত স্থানে টংকাবতী খালের ভাঙন দ্রুত সংস্কার করা প্রয়োজন।

তিনি আরো জানান, দ্রুত ভাঙন সংস্কার করা না হলে এলাকার শতশত বাড়িঘর বিলীন হয়ে যাওয়ার আশংকা রয়েছে।

পূর্ব সুখছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রবি শংকর দাশ জানান, কাসেম বাড়ি সংলগ্ন এলাকায় সড়কটি খাল গর্ভে বিলীন হওয়ার কারণে ঝুঁকি নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতায়াত করছে।

আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম ইউনুচ জানান, ইতিমধ্যে ভাঙন কবলিত স্থান তিনি পরিদর্শন করেছেন। ভাঙনের বিষয়ে ইউএনওকে অবহিত করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আবু আসলাম জানান, আমিরাবাদ এলাকার কাসেম বাড়ি সংলগ্ন এলাকায় টংকাবতী খালের ভাঙন রোধ ও সংস্কারের জন্য উদ্যোগ নেয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close