গাজীপুর প্রতিনিধি

  ১০ অক্টোবর, ২০২১

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সঙ্গে বাউবির মতবিনিময়

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, পিছিয়ে পড়া নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বাউবির শিক্ষাসেবা পৌঁছে দিয়ে তাদের শিক্ষার মহাসোপানে ফিরিয়ে এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প-২০৪১ বাস্তবায়নে বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয় (বাউবি) বদ্ধপরিকর। এ লক্ষ্যে বাউবির ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে শুক্রবার নেত্রকোনার কলমাকান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগ পরিচালক মো. আবুল কাসেম শিখদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, বাউবির ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক, গবেষক, লেখক ও কলামিস্ট ড. মেজবাহ উদ্দিন তুহিন অনুষ্ঠানে বাউবির শিক্ষা কার্যক্রম, দূরশিক্ষণ, বাউবির মোবাইল অ্যাপস, অনলাইন সার্ভিস অ্যান্ড পেমেন্ট সিস্টেম (ড়ংধঢ়ং), ই-বুক, অনলাইন কার্যক্রম, ই-লার্নিং, দূরশিক্ষণ, অত্যাধুনিক তথ্য প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা, বাউবির ওয়েবটিভি, ওয়েব রেডিও এবং বাউবির মাধ্যমে ঝরেপড়া, সুযোগ বঞ্চিত জনগোষ্ঠী কীভাবে শিক্ষাগ্রহণ করে নিজেদের জীবনকে ঢেলে সাজতে পারেন তা বিস্তারিত আলোকপাত করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close