প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০১ জুন, ২০২০

চবির শিক্ষকসহ চট্টগ্রাম ও খুলনায় ৬ জনের মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে একদিনেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক সহযোগী অধ্যাপকসহ (চবি) পাঁচজনের একই দিনে মৃত্যু হয়েছে। এছাড়া খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ব্যুরো অফিসের পাঠানো রিপোর্টÑ

চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক সাবরিনা ইসলাম সুইটি গত শনিবার রাত প্রায় ৩টার দিকে শ্বাসকষ্ট নিয়ে নগরীর মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একই দিন দুপুরে চবি প্রকৌশল দফতরের তৃতীয় শ্রেণির কর্মচারী হুমায়ুন কবির ভূঁইয়া চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে, নাট্যকলা বিভাগের সহকারী গ্রন্থাগারিক মাহবুবুল আলম মাসুম, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোদ্দাচ্ছির হোসাইনের বাবা করোনা উপসর্গ নিয়ে মারা যান। একই বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ফরিদা নাসরিনের বাবাও মারা গেছেন বলে জানা যায়।

খুলনা : খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত তানভীর আলম বাবু (৩২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ৭টার দিকে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত তানভীর আলম বাবু রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের বাগমারা গ্রামের মো. আলাউদ্দীনের ছেলে। তানভীর রাজধানী ঢাকায় মোবাইল ফোনের ব্যবসা করতেন।

খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, তানভীর আলম বাবু করোনায় আক্রান্ত হয়ে ২৪ মে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।

রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আনিছুর রহমান জানান, স্বাস্থ্যবিধি মোতাবেক মৃতের সব ধরনের কার্যক্রম শেষে বেলা ১১টার দিকে রূপসার পারিবারিক কবরস্থানে বাবুর লাশ দাফন করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close