কুমিল্লা প্রতিনিধি

  ২৮ ডিসেম্বর, ২০১৯

কুমিল্লায় ভবনের ছাদধসে শ্রমিক নিহত, আহত ১৩

কুমিল্লায় নির্মাণাধীন একটি শপিং কমপ্লেক্সের ছাদধসে একজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরো ১৩ জন। কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে কান্দিরপাড়ে রূপায়ণ দেলোয়ার টাওয়ার নামে ওই ভবনের তৃতীয় তলায় ছাদ ঢালাই করার সময় হঠাৎ ধসে পড়লে হতাহতের ঘটনা ঘটে।

নিহত রেজা রহমান (১৭) রংপুরের রফিকুল মিয়ার ছেলে। দুর্ঘটনার পর হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শফিউল ওমাম রাজিব জানান, ফায়ার সার্ভিস কর্মীরা ১৪ জনকে হাসপাতালে আনেন। তাদের মধ্যে রেজা রহমান চিকিৎসা শুরুর আগেই মারা যান।

আহতরা হলেন রংপুরের খায়রুল মিয়ার ছেলে ইমরান (২০), বাবুল মিয়ার ছেলে রানা (১৮), রফিকুল মিয়ার ছেলে আবদুল্লাহ (২২), মান্নান মিয়ার ছেলে শিমুল (২২), শামছুল হকের ছেলে আল আমিন (২০), আনোয়ারের ছেলে সাপিনুর (১৮), আতিউরের ছেলে রাব্বানী (২৫), চাঁপাইনবাবগঞ্জের ফয়েজ উদ্দিনের ছেলে তালু (২৮), মো. রইস উদ্দিনের ছেলে মো. মাহাবুব আলম, ঝিনাইদহের আইজ উদ্দিনের ছেলে আমীর (১৮), লালমনিরহাটের ভজেন্দ্রর ছেলে নিত্য (৪৫), কুড়িগ্রামের আবুল হোসেনের ছেলে আজিজ (৩৩) ও ভোলার জলিলের ছেলে মোকছেদ (২৫)। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসক শফিউল।

ওই ভবনের নির্মাণ শ্রমিকরা জানান, শুক্রবার ভোরে তৃতীয় তলার ছাদ ঢালাই কাজ শুরু হয়। বিকালে ঢালাই শেষ হওয়ার একটু আগে ছাদের দক্ষিণ দিক থেকে ধসে পড়ে। এ সময় শ্রমিকরা গড়িয়ে নিচে পড়ে যান। কয়েকজন ভেতরে আটকা পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যোগ দেন।

জেলা প্রশাসক বলেন, নির্মাণাধীন শাটারিং ভেঙে ছাদধসে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। আহতদের চিকিকিৎসার ব্যাপারে জেলা প্রশাসন ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close