নিজস্ব প্রতিবেদক

  ২৪ জানুয়ারি, ২০১৯

জরিমানা আদায়

৫ হাজার কেজি পলিথিন জব্দ

পরিবেশ অধিদফতরের পলিথিনবিরোধী অভিযানে রাজধানীর দেবীদাসঘাট এলাকা থেকে ৫ হাজার কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে। পাশাপাশি ৩টি কারখানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দিনভর অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দেবীদাসঘাট এলাকায় পলিথিন শপিংব্যাগ তৈরির ৩টি কারখানা ও ২টি গুদাম ঘর থেকে প্রায় ৫ হাজার কেজি পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়। এসব কারখানার মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। পলিথিনবিরোধী এ অভিযানে সহায়তা করেন পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সালমান চৌধুরী শাওন, পরিদর্শক মির্জা আসাদুল কিবরীয়া ও নমুনা সংগ্রহকারী রাসুল ইয়া বারী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ বলেন, পলিথিনের বিরূপ প্রভাবে পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।

এরই মধ্যে পলিথিনের যথেচ্ছ ব্যবহারের ফলে ঢাকা শহরের অনেক নদী-নালা, ড্রেন বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। পলিথিনের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close