নিজস্ব প্রতিবেদক

  ১৬ জুলাই, ২০১৮

হাতিরঝিলে রাজউকের উচ্ছেদ অভিযান

রাজধানীর দক্ষিণ বাড্ডা দারোগাবাড়ি মোড়সংলগ্ন হাতিরঝিলের অংশে অবৈধভাবে গড়ে ওঠা দোকান ও বিভিন্ন স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

গতকাল রোববার দুপুরে চালানো এ অভিযানে ১৫টির মতো দোকানসহ অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তারের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল উন্নয়ন প্রকল্পের পরিচালক (রাজউক) জামাল আক্তার ভূঁইয়া বলেন, ‘হাতিরঝিলের সৌন্দর্যবর্ধন কাজের লক্ষ্যে প্রায় ১ একর ১৩ শতাংশ এই জায়গায় উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। অবৈধভাবে গড়ে ওঠা এসব স্থাপনা উচ্ছেদের জন্য আগে থেকেই তাদের নোটিস দেওয়া হয়েছিল। এ ছাড়া তাদের ক্ষতিপূরণও বুঝিয়ে দেওয়া হয়েছে।’

উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার ছাড়াও রাজউকের কর্মকর্তা ও আঞ্চলিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist