নিজস্ব প্রতিবেদক

  ২০ মার্চ, ২০১৮

রাজধানীতে নকল ৩০ লাখ ভারতীয় মুদ্রাসহ গ্রেফতার ৪

রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় জাল রুপি প্রস্তুতকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম। গতকাল সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মো. আবদুল বাতেন পিপিএম।

তিনি জানান, গত রোববার বেলা ২টা ৩৫ মিনিটের দিকে ডিবি (উত্তর) বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, মো. হুমায়ুন কবির, মো. সাইফুল ইসলাম, স্বপন দত্ত ও মো. সাইদুর রহমান।

এ সময় তাদের কাছ থেকে ৩০ লাখ ভারতীয় জাল রুপি এবং জাল রুপি তৈরির কাজে ব্যবহৃত ল্যাপটপ, প্রিন্টার, কার্টিজ, বিশেষ ধরণের কাগজ, স্কেল, গ্লাস, কাটার, গ্লু, স্ক্রিন প্রিন্ট দেওয়ার সামগ্রি উদ্ধার হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist